Thursday, August 28, 2025
HomeScrollজিবলিতে মজলেন অজয়-রোহিত

জিবলিতে মজলেন অজয়-রোহিত

ওয়েব ডেস্ক: গতকাল ছিল অভিনেতা অজয় দেবগাণের জন্মদিন। আর সেই উপলক্ষে বলি ইন্ডাস্ট্রির বহু তারকা নিজেদের ইনস্টাগ্রামে আজয়কে বার্থডে উইশ করেন। তবে অজয়ের সব থেকে কাছের বন্ধু রোহিত শেট্টি একেবারে অন্যরকম ছবি পোস্ট করে অভিনেতাকে জানালেন জন্মদিনের শুভেচ্ছা। চলুন দেখে নেওয়া যাক…

 

View this post on Instagram

 

A post shared by Rohit Shetty (@itsrohitshetty)

আরও পড়ুন: শোভনের জন্মদিন উপলক্ষে বিশেষ পোস্ট সোহিনীর

গতকাল ছিল বলি অভিনেতা অজয় দেবগানের জন্মদিন। আর সেই উপলক্ষে অনেক রাতে ইন্ডাসট্রিতে অজয়ের সব থেকে কাছের বন্ধু রোহিত শেট্টি, আর তিনি অন্যরকম ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে।কিন্তু কি সেই ছবি? সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং এখন ঘিবলি আর্ট। বন্ধু অজয়ের জন্মদিনে তাঁদের বেশ কয়েকটি ছবি কার্টুনের কায়দায় পোস্ট করলেন পরিচালক। রিলের আকারে সেই অ্যাকশান ছবি পোস্ট করেলন রোহিত। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল।

দেখুন অন্য খবর

Read More

Latest News